"লুমাযাহ" ইসলামের দৃষ্টিতে অন্যকে তুচ্ছ জ্ঞান করা! -মাওলানা আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ


আমরা অনেকেই অতি সাধারণ ভাবে অন্যকে তুচ্ছ জ্ঞান করি। জ্ঞানে-অজ্ঞানে অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করি। 

এটা যে একটা বড় অন্যায় তা অনেকে জানিই না। আবার কেউ কেউ বিষয়টি অন্যায় জানলেও চর্চা করতে করতে স্বাভাবিক হয়ে গেছে। 

এ বিষয়টি নিয়েই মাওলানা আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ নিন্মোক্ত লেখাটি তাঁর ভেরিফাইড ফেইসবুক পেইজে পোস্ট করেন। 


"লুমাযাহ" ইসলামের দৃষ্টিতে অন্যকে তুচ্ছ জ্ঞান করা!

-মাওলানা আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ 


আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড, যা মনে আসে সরাসরি মুখের উপর বলে দেন, বন্ধু মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে পরিচিত, সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!?

কিন্তু ইসলামে এটাকে বলা হচ্ছে- "লুমাযাহ"


■ যে ব্যক্তি সরাসরি

- কাউকে লাঞ্চিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে।

- কারও প্রতি তাচ্ছিল্য ভরে নির্দেশ করে (আঙুল, চোখ, মাথা বা ভ্রু দ্বারা)

- কারও অবস্থান নিয়ে তাকে ব্যাঙ্গ করে।

- কারো বংশের নিন্দা করে।

-কাউকে হেয় করে কথা বলে, অপমান করে।

- কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।

- সরাসরি বাজে কথা দিয়ে আঘাত করে।

তারাই মূলত "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।


আল্লাহ্ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন, নয়তো অনিবার্য ধ্বংসের সতর্কতা বাণী দিয়েছেন।


■ আসুন, আমরা একটু নরম হই, অন্তরকে পরিশুদ্ধ করি। 

মনে রাখুন যাকে নম্রতা দেয়া হয়েছে সে দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছে।

fb.com/abdulhimd.saifullah

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url