সেরা ইসলামী সংগীত কালেকশন mp3 ২০১৮ ডাউনলোড | Best Bangla Islamic Song Gojol mp3 2018 Download


সংগীত প্রিয় বন্ধুগন! আসসালামু আলাইকুম। যদি আপনি ২০১৮ সালের সেরা ইসলামী সংগীতগুলো খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনার জন্য ইন্টারনেটের বিশাল কালেকশন থেকে বেছে বেছে ইসলামী সংগীত গুলো একত্রিত করেছি। জাগ্রত কবি মুহিব খান, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, দাবানল, সাইমুম, সবুজ কুড়ি, সপ্ন সিড়িসহ ইসলামী সাংস্কৃতির সকল সংগীতজ্ঞের ইসলামী গানগুলো একত্র করার চেষ্টা করেছি।

teg: bangla islamic song, bangla islamic song 2018, islamic song audio, islamic songs in Arabic, islamic songs mp3, islamic songs in arabic, bangla islamic gazal, bangla gazal mp3, bangla gazal audio, bangla islamic songs lyrics, kalarab 2018, kalarab, 

জাগ্রত কবি মুহির খানের  সেরা ইসলামী সংগীত কালেকশন ২০১৮ 


Open The Border / اِفتح الحدود by Muhib khan

Open Open the border from north to the south
Unfasten the chain of Muslims of the world

افتح الحدود من جنوب الى الشمال
للمسلمين العالم تمزق الفصال

Muslims of this part and of other part
Passengers of same boat have one body one heart
No distance between Eastern bad Western
Forget difference of rich and poor and Black and white

Have Iman । استقم بالايمان By Muhib Khan

O! Youth, you either Bengali or Indian
Or Zerman or Japanese or Chinese, Russian
Spanish, French either British, American
Arabian, Levantine or Turkish, Afghan
Have Eman … Have Eman .. all of you have Eman
Have Eman … Have Eman .. all of you have Eman

لو كنت من بنعلا او كنت من الهند
من المان يابان او الروس او الصين
من اسبان او فرانس او امريكان بريطان
من العرب او الفرس او الترك او افغان

بالايمان...  بالايمان... استقم الامان

শ্রমিকের গান

আমরা শ্রমিক আমরা ঘাম বেচে খাই
আমরা রক্ত করি পানি
জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি
জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি
জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি
পাথর মাড়াই, মেশিন চালাই লোহার সাথে লড়ি
হাতুড় মেরে শাবল গেড়ে ভাঙ্গি আবার গড়ি

কোদাল ধরি কুড়াল মারি ইটের ভাটায় জ্বলি
রিকসা চালাই সেলাই করি ঘাম গরমে গলি..
আমরা কঠিন, করি কাজ রাত কিবা দিন
যেন এক যন্ত্র ধাতক প্রাণি
জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি …

নাস্তিক

বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান
পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কুরআন

হিন্দু, বৌদ্দ, খ্রিষ্টান আছে,
গির্জা, প্যাগোডা, মন্দির আছে

মিলেমিশে সব থাকতেই হবে এযে জন্মস্থান
মিলেমিশে সব থাকতেই হবে এযে জন্মস্থান

যারা ধর্মে ধর্মে সম্প্রিতি চায় করে দিতে বরবাদ
এরা কেউ নয় এরা হাতে গুনা কিছু নাস্তিক মুরতাদ
নাস্তিক মুরতাদ…. নাস্তিক মুরতাদ…

তোলো তাকবীর

পৃথিবীর কোনায় কোনায় আমার এগান দাও ছড়িয়ে
মুমিনের ছিনায় ছিনায় রক্ত তুফান দাও ভরিয়ে 

অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো
এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো

জীহাদের তাকবিরে ফের জাগরে যুগের বীর সালহুদ্দীন
ইয়াহুদের হাত হতে আকছা ছিনে আন আনরে ফিলিস্তিন

ছুটে আয় বিন কাসিম আর ঘোরীরমত সব বীর
কেড়ে  আন মুশরিকীনের হাত হতে মুসলিম ভূমি কাস্মির

তোলো তাকবীর… তোলো তাকবীর… তোলো তাকবীর…
তোলো তাকবীর… তোলো তাকবীর… তোলো তাকবীর…

কৃষকের গান

শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই
রোদ, বাদলের দিনেও কাজের বিরাম যে না পাই

আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই
আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই

ফাল্গুনে গান গুন গুনিয়ে ধান ক্ষেতে ধান বুনি
হৈ হৈ হৈ
বৈশাখে ধান তুলবো ঘরে সেই সূখে দিন গুনি…. সেই সূখে দিন গুনি….

বানের জলে খায় যে ফসল খরায় পুড়ে ছাই
বানের জলে খায় যে ফসল, খরায় পুড়ে ছাই

দুঃখের সীমা নাই…. আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই

আরাকান আরাকান

তোমার আমার এক উঠানের মাঝখানে এক নদী
দুই দেহে এক প্রাণের বাধন বইছে নিরবধি

তোমার চোখের অশ্রু আমার দুচোখ বেয়ে পড়ে
তোমার বুকের জখম থেকেও আমারই খুন ঝরে

তোমার ব্যথার চিৎকারে উঠে আমার গানের সূর
কাছাকাছি আছি পাশাপাশি আছি তবু  তুমি কত দূর

আরাকান আরাকান আমার বন্ধুগো  আরাকান
তুমি আর আমি ভাই ভাই যেন আমরা মুসলমান

হাহাকার করে সম্পান কাদে নাফ দরিয়ার বান
তুমি পরাধীন থাকবেনা যেন মজলুম আরাকান

ও.. ও… ওহো.. আ… আহা…

তুমি আছো দূর আরবে

তুমি আছো দূর আরবে
আমি আছি এ বাংলায়

আমার দেহ এখানে..
মনটা থাকে মাদিনায়…

ইয়া রাসূলাল্লাহ্, ইয়া নাবিইয়্যাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাওয়াতুল্লাহ্
ইয়া রাসূলাল্লাহ্, ইয়া নাবিইয়্যাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাওয়াতুল্লাহি আলাইহি...

তোমারে মনে পড়ে যখনি..
যিয়ারাতের প্রহরো গুনি..

রওজা পাকের স্বপন বুনি..
কবে হবে শিতলো এ মনো জ্বালা...

প্রবাসীদের গান

তোমরা ভাব বিদেশ থাকি কামাই অনেক টাকা
কেউ বুঝনা এই প্রবাসীর বুক যে ভিষন ফাঁকা

বসত ভিটা, যমিন বেচে  এলাম পরের দেশে 
ঋনের টাকা শোধ করে যাই দিন মজুরের বেশে

ঘর পরিবার আপন ছেড়ে একলা পড়ে থাকি
প্রবাস মানেই নিজের সাথে নিজের জীবন ফাঁকি

কলরবের  সেরা ইসলামী সংগীত কালেকশন ২০১৮


আমি দেখিনি তোমায়

আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমার ভালোবেসেছি (২)

মনের এই ক্যনভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি (২)

ওহুদের ময়দানে রক্ত ঝরালে দ্বীন কায়েমের জন্য
পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য যাতে ছিল শুন্য (২)

শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি (৩)
মনের এই ক্যনভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি (২)

জাঝাকাল্লাহ্

তুমি মানুষ বলে তাই কল্যান ভাব মানুষের
তুমি মানুষ বরে তাই সম্মান কর মানুষের
তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খঁজে বেড়াও

তুমি হতাস বুকের মাঝে সুআশার দীপ জ্বেলে বেড়া্ও
তোমার গুনগুলো সবচে ভালবাসেন আল্লাহ্

জাঝাকাল্লাহ্ .. জাঝাকাল্লাহ্ .. জাঝাকাল্লাহ্ ..
জাঝাকাল্লাহ্ .. জাঝাকাল্লাহ্ .. জাঝাকাল্লাহ্ ..

তুমি তাওফিক দিও

তুমি তাওফিক দিও প্রভূ মোরে 
যেন ডাকি তোমায় সূরে সূরে (২)

এ হৃদয় জুড়ে যেন থাকে তোমার অনুভব
ও মালিক আমার তুমি সারা জাহানের রব

তুমি সারা জাহানের রব.. তুমি সারা জাহানের রব..

আমি মনে মনে সংগোপনে
তোমারে যেন ডাকি
এ জীবনের প্রতিক্ষনে 
তোমার পথে যেন থাকি… (২)

তোমারই পথ ছেড়ে আমি যেন
যাইনা দূরে কোথাও কোন দিনও
সেই তাওফিক দিও তুমি মোরে … 

যেন ডাকি তোমায় সূরে সূরে…..

নাবিয়্যাল্লাহ 

নাবিয়্যাল্লাহ নাবিয়্যাল্লাহ, হাবিবাল্লাহ্ হাবিবাল্লাহ্
নাবিয়্যাল্লাহ নাবিয়্যাল্লাহ, হাবিবাল্লাহ্ হাবিবাল্লাহ্

সাফিআল্লাহ্ সাফিআল্লাহ্, রাসূল্লাহ রাসূল্লাহ্
সাফিআল্লাহ্ সাফিআল্লাহ্, রাসূল্লাহ রাসূল্লাহ্

নূর ছড়ালে তুমি হেরা হতে জগতময়
লাত মানাতের দ্বীন হলো শেষ (২)
আসলো রে বিজয় …

তপ্ত মরুর বুকে রহমরে ধারা বয়
ওগো নবী ধন্য ধরা তোমার ওসিলায়

এলো খুশির বরাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত (২)
মুমিন হৃদে বহে খুশির জোয়ার (২)
হবে পূন্য রাতের মুলাকাত

মাসজিদে মাসজিদে খুশির এলান
গুন গুন ঘরে তাসবি-কুরআন (২)

পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া (২)
উপচে পড়ে প্রাণে খুশির ধারা
হবে রবের তরে ইবাদাত…

চৌদ্দশ বছরের আমরা এক কাফেলা

চৌদ্দশ বছরের আমরা এ কাফেলা…
ইলমের, ঈমানের আমরা এ কাফেলা.. (২)
আমাদের পরিচয় শোন (২)

আমরা আলোর ইশারা, নূরের ফোয়ারা
মহাকালের অন্ধকারে রওশন সিতারা (২)
আমাদের পরিচয় শোন (২)

রমজানের দীপ্ত আলো

রমযানেরঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে
প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনতরে (২)

ত্যাগ তিতিক্ষা সংযমি হও নাও দীক্ষা রমযানের
ভালবাসায় শিক্ত করো দ্বার খুলে দাও সব প্রাণের (২)

অহংকারে অগ্নি শিখা দাও নিভিয়ে নম্রতায়
পবিত্রতার পরশ দিয়ে আপন কর ভদ্রতায় (২)

আল্লাহ আল্লাহ বলো

আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে 
তাওহিদী বাণী রাখো বুকে বুকে

তোমায় গড় তুমি ঈমানী চেতনায়
আবার ফিরে এসো ইনসাফি সাধনায়
অন্তনে ঈমান রাখো সুখে দুঃখে

ইনসাআল্লাহ

রাব্বি ইয়া রাব্বি রাব্বি যিদনী ইলমা…
আল্লার নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানি
জানব কুরআন হাদীস আমি জানব কুরআন হাদীস আমি
ইনসাআল্লাহ্ ইনসাআল্লাহ্ ইনসাআল্লাহ্ 

 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ

ত্রিভূবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়
আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়

ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিলরে লাজ
আজকে খুশির ঢল নেমেছে ধুসরও সাহারায়…

সৃজিলে তুমি সব

ঐ চাঁদ সুরুজ আর তারকারাজি
আসমান যমিন আর বৃক্ষরাজি (২)

সাগর ও নদী পর্বতরাজি
সৃজিলে তুমি সব তোমারইতো দান…
ওগো রহিম রহমান… তুমি মহামহিয়ান…

ইয়া মুজিরু

ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু

আমার সেহরি আমার ইফতার আমার নামজ তোমার জন্যে…
আমার সেজদা আমার সিয়াম সকল তাসবি তোমার জন্যে…

বিনিময় এলাহি গুনাহের চাই মাফি
আমিতো ডুবে আছি পাপের অরণ্যে...

ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া না‘উযুবিকা মিনান নার

Rasule Khoda-رسول خدا

رسول اللہ- رسول اللہ- رسول اللہ- رسول اللہ
رسول خدا ہے تو دل کی اوازہے
سرجا منیرا تو سب سے ہی پیرا
محبت کا نغمہ تو دل کی ہے اسماں
تھی زندگی کا وشارہ ہے
تھی زندگی کا سھارا ہے

কি হবে ভাবতে অশ্রু ঝরে 

আমার যত প্রিয় স্বজন…
হঠাৎ করে শুনবে মরণ
মাসজিদে এলান হওয়ার পরে…

কি হবে ভাবতে অশ্রু ঝরে, ও.. 
কি হবে ভাবতে অশ্রু ঝরে, ও..

সালাম 

সালাম সালাম
দেখা হলে সালাম
কথার আগে সালাম

অভিবাদনে সালাম বলো
সালাম কালামের আগে বলো

আগে সালাম যার অহমিকা তার 
হৃদয় করে না খুন

ঈদ মোবারক

ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সব
চাঁদ উঠেছে রাত পোহালে  ঈদের কলোরব
নতুন সাজে ঈদের মাঠে আয় হব সরব

ঈদের নামাজ আদায় করে
ফিরনি পায়েস মিঠাই খেয়ে 
সব স্বজনের মোলাকাতের হবে যে উৎসব

আফসোস

আমরা তো নিজ ঘরের ভেতর
জ্বালছি দ্রোহের আগুন

তুচ্ছ জিনিস নিয়েও করি
ঝগড়া ফ্যাসাদ দ্বিগুণ

ব্যক্তি দ্বন্দ্ব দলীয় বিভেদ
শ্রেষ্ঠ হবার লড়াই

গড়ার চেয়ে ভাঙার খেলা
খেলছি ষোল আনাই

এক হয়েছে সব বাতিল আজ
হানবে কখন ছোবল

ঔ শিকারী ফাঁদ পেতে রয়
করবে স্বদেশ দখল

আমরা তো তার খোজ রাখি না
খোজ রাখি কার ভুল কিবা কার দোষ

আফসোস আফসোস আফসোস

আমার আখিঁ ফাঁকি দিয়ে

মা... মা ... মা...

আমার আখিঁ ফাঁকি দিয়ে
মা গিয়েছে বিদায় দিয়ে 

মা বলে আর ডাকবো কাকে আমি
মা যে আমার সবার চেয়েও দামী

মা... মা ... মা...

এত অধিক কষ্ট করে 
মা যে আমায় গর্ভে ধরে

মুখ দেখালে এই দুনিয়ার 
তাকেই মনে পড়ে আমার

আমার মাকে রেখ সুখে 
ওগো অন্তর্যামি




দাবানলের  সেরা ইসলামী সংগীত কালেকশন -২০১৮


এক মুঠো মাটি দিয়ে যেও - আনিস আনসারী  

আমি মরে গেলে আমার জানাযায় শরীক হয়ে
এক মুঠো মাটি দিয়ে যেয়

ঔ.. এক মুঠো মাটি দিয়ে যেয়
দু হাত তুলে সেই প্রভূর কাছে

আমার জন্য দোওয়া দিও..
আমার জন্য দোওয়া দিও.

এলো মাহে রমজান

আল্লাহ তা‘আলার করূনা অশেষ
করেছে আমাদের দান

বছর ঘুরে আবার এলো মাহে রমজান
আহলান সাহলান… এলো মাহে রমজান

এইতো সে মাস রহমতের
রবের করুণা কর অর্জন

পাপ পঙ্কিলতা যত খল সঠতা
করো তুমি বর্জন

কৃষক শ্রমিক রিকসা ওয়ালা সর্বহারা সব 

কৃষক শ্রমিক রিকশাওয়ালা সর্বহারা সব
আল্লার নামে নাইমা পড়
তোল সত্য রব ভাইরে তোল সত্য রব

নেতা কত দেখলাইতো দরদের ভান করে
গদির নেশায় মাতোয়ারা দুঃখি কাইন্দা মরে 

নেতা কত দেখলাইতো বাংলার ঘরে ঘরে
স্বার্থের ধান্দায় পাগলপারা দুঃখি কাইন্দা মরে

কামলিওয়ালা

আমারো হিয়ার মাঝে একেঁছি তোমার ছবি
কামলি ওয়ালা ওগো পিয়ারা নবী (২)

দুনিয়াতে এলে তুমি হয়ে আধারেতে নূর
জাহেলি চুকে গিয়ে পাপাচার হল দূর

ও.. রাসূল ….

দুনিয়াতে এলে তুমি হয়ে আধারেতে নূর
জাহেলি চুকে গিয়ে পাপাচার হল দূর

তোমারি পরশ পেয়ে কত দুষমন
রেশারেশি ভুলে গিয়ে হল ছাহাবী..

পহেলা বৈশাখ নিয়ে গান

পোলাউ-কোরমা খাইয়া পানতা ভাত ফালাইয়া
সারা বছর কাটাইলাম রে…
পয়লা বৈশাখ আসিলে কষ্ট বাইরা যায়

পান্থা ইলিস কেমনে খামু রে… 
পান্থা ইলিস কেমনে খামু রে…

Heaven Tune Studio Live থেকে প্রকাশিত সেরা ইসলামী সংগীত ২০১৮

কিভাবে তারে বল ঈমান বলি-শিল্পী- মশিউর রহমান

গান : কিভাবে তারে বল ঈমান বলি 
কথা ও সুর : আব্দুস সালাম 
শিল্পী : মশিউর রহমান

যে ঈমান প্রয়োজনে জলে উঠে না 
যে ঈমান সত্য ন্যায়ের বলে না 

যে ঈমান অন্তরে নাই 
যে ঈমান অন্তরে নাই 
মুখে ফোটায় কথার কলি 

কিভাবে তারে বলো ঈমান বলি 

যে ঈমান দিন কায়েমের অন্দোলনের ধারধারে না 
যে ঈমান লেবাস ধারি কোরান হাদিস তাও পড়ে না 

যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় 
যে ঈমান শিরকিযাতের আমল করে ভীত ও না হয় 

যে ঈমান বাস্তবে নাই 
কথার ছলে ফাঁকা বুলি 

কি ভাবে তারে বলো ঈমান বলি 

যে ঈমান, ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে 
যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে 

যে ঈমান মসজীদে রয় খায়দায় আনন্দ করে 
যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে 

যে ঈমান ময়দানে নয় 
মঞ্চে ফোটায় কথার কলি 
কি ভাবে তারে বলো ঈমান বলি 

বাংলাকে ভালবাসি 

বাংলার বুকে জন্ম আমার 
বাংলাকে ভালবাসি

বাংলা আমার জীবন বিলাস
দুঃখ সুখের হাসি

 সোনার চেয়েও খাঁটি আমার 
বাংলাদেশের মাটি ।।

রক্তে তোমায় করেছি স্বাধীণ
অভিশাপ করে দূর

তাইতো আজো রন্দ্রে বাজে 
বাংলা মায়ের সূর

লাল সবুজের ঢেউয়ে আমি 
আনন্দেতে ভাসি ।।
বাংলাকে ভালবাসি।।


আরো কিছু ইসলামী সংগীতের পোষ্ট লিংক



বাংলা ইসলামী সংগীত, ইসলামী সংগীত ডাউনলোড, ইসলামী সংগীত এলবাম, ইসলামী সংগীত সাইমুম, কলরব শিল্পীগোষ্ঠী 2018 এলবাম, কলরব শিল্পীগোষ্ঠী 2018 download, কলরব 2018, ইসলামী সংগীত মুহিব খান, ইসলামিক সংগীত mp3, 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url