রেডিওর সুরে চমৎকার তিলাওয়াত । ১-৩০ পারা খতমে কুরআন । ক্বারী আবু রায়হান । Most beautiful Full Quran recitation mp3 By Qari Abu Rayhan

রেডিওর সুরে চমৎকার তিলাওয়াত । ১-৩০ পারা খতমে কুরআন । ক্বারী আবু রায়হান । Most beautiful Full Quran recitation By  Qari Abu Rayhan

রেডিওর সুরে চমৎকার তিলাওয়াত ।  ১-৩০ খতমে কুরআন । ক্বারী আবু রায়হান

পবিত্র মাহে রমাদ্বান ১৪৪২ হিজরি (২০২১খ্রী.) উপলক্ষে হলি টিউনের পরিবেশনায় মাসব্যপি প্রচারিত হচ্ছে ৩০ পারা কুরআনের তিলাওয়াত। তিলাওয়াত করছেন বাংলাদেশের নবীন উদিয়মান তরুন বিশ্বজয়ী হাফেজ  ক্বারী আবু রায়হান। প্রতিদিন ১ পারা করে তিলাওয়াত পরিবেশন করা হয়েছে। 

পারা অনুযায়ী কুরআনের ৩০ পারা তিলাওয়াত এমপিত্রি আকারে পরিবেশন করা হলো।

 

ক্বারী আবু রায়হানের সংক্ষিপ্ত পরিচিতি 

নবীন বয়সে সুন্দর ও শুদ্ধ সুরে কুরআন তিলাওয়াত করে বিশ্ব মাতিয়ে যিনি বিশ্বময় খ্যাতি অর্জন করেছেন তিনি হচ্ছেন ক্বারী আবু রায়হান । যিনি একাধারে হাফেজ ও ক্বারী। বর্তমানে পড়াশোনা করছেন মাদ্রাসায়। কুরআন তিলাওয়াত ও ক্বেরাতের পাশাপাশি বর্তমানে তিনি ইসলামি সংগীতও গেয়েছেন। এ বছরে কয়েকটি ইসলামী সংগীত গেয়ে রিতিমত সাড়া ফেলে দিয়েছেন।আরো জানুন ... (ক্বারী আবু রায়হানের ফেইসবুক পেইজ)

ক্বারী আবু রায়হানের বিশ্বজয়

ক্বারী আবু রায়হান ২০১৮ সালে কাতারের জিম টেলিভিশনের উদ্যোগে আয়োজিত ‘তিজান আন নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতা’য় বাংলাদেশের হয়ে যোগদান করেন। তিনি ভিন্ন ক্যটাগরিতে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ‘হিফজুল কুরআন’ প্রতিযোগিতায় প্রথম ও ‘ক্বেরাত প্রতিযোগিতা’য়  চতুর্থ স্থান অধিকার করে বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে উঁচু করেন। 

Most beautiful Full Quran recitation mp3 By  Qari Abu Rayhan

বিঃদ্রঃ ক্রমান্নয়ে সকল পারার অডিও লিংক  দেয়া হবে। কোন লিংক কাজ না করলে কমেন্টে জানাবেন। 

3 মন্তব্যসমূহ

ভদ্রোচিত কমেন্ট করুন। অসৌজন্যতা এড়িয়ে চলুন। ধন্যবাদ।

নবীনতর পূর্বতন