বিশিষ্ট ক্বারীদের কন্ঠে সুরা ইয়াসীন‘র তিলাওয়াত । সূরা ইয়াসীনের নামকরণ, নাযিলের সময়কাল, আলোচ্য বিষয় ও সূরার কিছু বৈশিষ্ট

 বিশিষ্ট ক্বারীদের কন্ঠে সুরা ইয়াসীন‘র তিলাওয়াত । সূরা ইয়াসীনের নামকরণ, নাযিলের সময়কাল, আলোচ্য বিষয় ও সূরার কিছু বৈশিষ্ট

সূরা ইয়াসীন এর নামকরণ

সূরার শুরুতে দু'অক্ষর বিশিষ্ট শব্দটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এটাই এ সূরার প্রসিদ্ধ নাম। 

হাদীসে এ সূরার আরও কতিপয় নাম উল্লিখিত হয়েছে, যেমন- 

আযীমা'—যেহেতু পরকাল তথা কিয়ামত ও হাশর-নশর সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর পরকালে বিশ্বাসই ঈমানের এমন একটি মূলনীতি যার ওপর মানুষের সকল কাজ ও আচরণের শুদ্ধতা নির্ভরশীল। ঈমানের সুস্থতাও পরকাল বিশ্বাসের ওপর নির্ভরশীল।

‘মুয়িম্মাহ'—কারণ এ সূরা তার পাঠককে ‘আমভাবে তথা ব্যাপকভাবে ইহকাল ও পরকালের কল্যাণ দান করে। 

‘মুদফি আহ'—অর্থাৎ এ সূরা তার পাঠকদের বিপদ মসীবত দূর করে। 

‘ক্বাদিয়াহ'—অর্থাৎ এ সূরা তার পাঠকদের প্রয়ােজন মেটায়। 

সূরা ইয়াসীন নাযিলের সময়কাল  

সূরার আলােচ্য বিষয় থেকে বুঝা যায় যে, সূরাটি রাসূলুল্লাহ সা.-এর মাক্কী জীবনের মাঝামাঝি বা শেষ পর্যায়ে নাযিল হয়েছে। 


সূরা ইয়াসীন এর আলােচ্য বিষয় 

সূরা ইয়াসীনে মূলতঃ তিনটি বিষয়ে বিশ্ব-জাহানে ছড়িয়ে থাকা নিদর্শনাবলী ও সাধারণ বুদ্ধিবৃত্তির সাহায্যে আলােচনা করা হয়েছে। 

সেই তিনটি বিষয় হলাে তাওহীদ, আখিরাত ও মুহাম্মদ স.-এর রিসালাতের সত্যতা। 

বিশ্ব-জগতের নিদর্শনাবলী ও সাধারণ মানব-বুদ্ধির সাহায্যে তাওহীদ তথা আল্লাহর একত্ববাদকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। একইভাবে আখিরাতের সত্যতার প্রমাণ দেয়া হয়েছে। অতপর মুহাম্মদ (সা.) এর নবুওয়তের সত্যতার প্রমাণ দেয়া হয়েছে তার নিঃস্বার্থভাবে যুলম-নির্যাতন সহ্য করা এবং তার যুক্তিসংগত দাওয়াতের ভিত্তিতে । 

তিনি মানব জাতিকে যে বিষয়ের দিকে দাওয়াত দিচ্ছেন তা যথার্থ ও যুক্তিসংগত এবং তা গ্রহণ করে নেয়ার মধ্যেই রয়েছে মানব জাতির কল্যাণ।

অতপর অত্যন্ত জোর দিয়ে কাফিরদেরকে ভীতি প্রদর্শন ও সতর্ক করা হয়েছে, যাতে তাদের মনের তালা খুলে যায় এবং কোনাে কাফির-ই ঈমানের আলাে থেকে বঞ্চিত না হয়।

সূরা ফাতিহা-কে যেমন উম্মুল কুরআন তথা কুরআনের মূল বলা হয়, কারণ সূরা ফাতিহার মধ্যে কুরআন মাজীদের সারসংক্ষেপ রয়েছে ; তেমনি সূরা ইয়াসীনকে কুরআনের কালব বা হৃদয় বলা হয়। কারণ- কুরআনের দাওয়াতকে এ সূরায় অত্যন্ত বলিষ্ঠতা সহকারে পেশ করা হয়েছে।

সূরা ইয়াসীন এর কিছু বৈশিষ্ট্য 

মৃত্যুপথ যাত্রীর কাছে এ সূরা পাঠ করলে তার ঈমান সতেজ হয় এবং মৃত্যু সহজ হয়; কেননা তার সামনে আখিরাতের চিত্র ভেসে উঠে, সে বুঝতে পারে তার জীবনের মনযিল আর কতদূর। 

অবশ্য পুরােপুরি এ কল্যাণ লাভের জন্য আরবী না জানা লােকের সামনে মূল আরবী তিলাওয়াতের সাথে সাথে তার অনুবাদও শুনিয়ে দেয়া উচিত। এতে করে তাকে আখিরাত সম্পর্কে উপদেশ দান ও তা স্মরণ করিয়ে দেয়ার পরিপূর্ণ হক আদায় হয়ে যায়। 

হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের রা. বলেন, কোনাে অভাবী ব্যক্তি যদি অভাবঅনটনের বেলায় ইখলাসের সাথে সূরা ইয়াসীন পাঠ করে, তার অভাব-অনটন দূর যায়।-(মাযহারী)

ইয়াহইয়া ইবনে কাসীর বলেন, যে ব্যক্তি এ সূরা সকালে পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত সুখে-শান্তিতে থাকবে, আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে, সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে।-(মাযহারী)


বিভিন্ন ক্বারীদের কন্ঠে আল কুরআনের সুরা ইয়াসিন‘র তিলাওয়াত অডিও ডাউনলোড

  • কুরআন তিলাওয়াত-সুরা ইয়াসিন অডিও -মিশারি রশিদ আল-আফাসি 👉ডাউনলোড                    
  • কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ক্বারী আব্দুল বাসিত (হদর) 👉 ডাউনলোড
  • কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ক্বারী আব্দুল বাসিত (ক্বেরাত, বাংলা অর্থসহ) 👉 ডাউনলোড
  • কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ইসমাঈল আন-নূরী 👉 ডাউনলোড
  • কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ইসলাম সুবহী 👉 ডাউনলোড
  • কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ক্বারী আবু রায়হান 👉 ডাউনলোড
  • কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ক্বারী সাকের ক্বাসেমী (বাংলা অর্থসহ) 👉 ডাউনলোড
  • কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - হাফেজ ক্বারী নাজমুস সাকিব 👉 ডাউনলোড
  • কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - হাফেজ সাইফুল ইসলাম পারভেজ 👉 ডাউনলোড

আল-কুরআন ও এর সূরা বিষয়ে আরো কয়েকটি পোষ্ট : 


টেগ : কুরআন তিলাওয়াত সুরা ইয়াসিন, কুরআন তিলাওয়াত ইয়াসিন, কুরআন তিলাওয়াত ডাউনলোড, কুরআন শরীফ তিলাওয়াত অডিও, কুরআন তিলাওয়াত ক্বারী আব্দুল বাসিত, কুরআন তিলাওয়াত হদর




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url