মুসলিম বিজ্ঞানী খলীফা আল মনসুর (৭৫৪-৭৭৫ খৃস্টাব্দ)

মুসলিম বিজ্ঞানী

প্রথম দিকের মুসলিম বিজ্ঞানী খলীফা আল মনসুর

আল মনসুর ৭৫৪ খৃস্টাব্দে জন্মগ্রহণ করেন। বাগদাদ নগরীর নির্মাতা আল মনসুর কেবল বিদ্যুৎসাহী জ্ঞানী-বিজ্ঞানীদের পৃষ্ঠপোষক ছিলেন যেমন সত্য, ঠিক তেমনি তিনি নিজেও ছিলেন একজন বিজ্ঞানী।

তাঁর প্রিয় বিষয় ছিল জ্যোতির্বিজ্ঞান আরবের জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে তিনি প্রথম। অর্থাৎ কিনা জ্যোতির্বিজ্ঞানের জনকই হলেন আল মনসুর।

তাঁর বিষয়ে ইউরোপীয় সুপ্রসিদ্ধ ঐতিহাসিক মিঃ বোসো বলেন, আরব জ্যোতির্বিদদের মধ্যে খলীফা আলমনসুর সর্বপ্রথম। গ্রীক, রোম প্রভৃতি ভাষার দর্শন, বিজ্ঞান বিভিন্ন বিষয়ক গ্রন্থ তাঁরই পৃষ্ঠপোষকতাই অনুবাদ শুরু হয়।

তাঁর দরবারের সভাসদ ছিলেন ইয়াকুব ইবন তারিক, আবূ ইয়াহিয়া আল বারিক, ইসহাক আল-ফাজারী, মাশাল্লাহ, নওবখত প্রমুখ বৈজ্ঞানিকগণ।

আল মনসুরের দরবারেই ইয়াকুব ইবনে তারিকের সঙ্গে ভারতীয় বৈজ্ঞানিক কঙ্কের সাক্ষাত হয়। ইয়াকুব কঙ্কের অনুপ্রেরণাতেই জ্যোতির্বিজ্ঞানে অনুপ্রাণিত হন। ফলে তিনি গোলক কারদাজার প্রভৃতি বিজ্ঞান বিষয়ক কয়েকটি গ্রন্থ রচনা করেন।

৭৭৫ খৃস্টাব্দে তিনি ইন্তেকাল করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url