সেরা মুসলিম বিজ্ঞানী -খালিদ ইবন ইয়াজিদ (মৃ. ৭০৪ খৃ.)

মুসলিম বিজ্ঞানী খালিদ ইবন ইয়াজিদ (মৃ. ৭০৪ খৃ.)

খালিদের পুরোনাম খালিদ ইবন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবন আবু সুফিয়ান। তিনি জ্যোতিষবিদ্যা, চিকিৎসা রসায়নশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। আলহাকিম' উপাধিতে তাকে ভূষিত করা হয়।

 

গ্রীক বিজ্ঞানের প্রতি খালিদের আকর্ষণ সৃষ্টি হয়। গ্রীকদের বিজ্ঞান গ্রন্থগুলো তিনি প্রথম অনুবাদ শুরু করেন। এই বিজ্ঞান গ্রন্থগুলোর অনুবাদের মধ্যে তাঁর কর্তব্য সীমাবদ্ধ ছিল না, নিজস্ব গবেষণাতেও তিনি নিমগ্ন ছিলেন।

স্বর্ণ প্রস্তুতের ক্ষেত্রে নাকি তিনি স্পর্শমণি পর্যন্ত আবিষ্কারে সফল হয়েছিলেন। এই স্পর্শমণির সাহায্যে স্বর্ণ প্রস্তুত করা যেত (বিশ্বসভ্যতায় মুসলিম অবদান, পৃ. ১৯)

তিনি ৪টি গ্রন্থ রচনা করেছেন বলে ইবনে নাদিম তাঁর ফিহরিন্তে উল্লেখ করেছেন। গ্রন্থগুলো হলো সাহিফাতিল কাবির, ওয়াসি ফাতিহি ইলা ইবনিহি ফিস সান , কিতাবুল হারারাত এবং সাহিফাতিস্ সাগীর।

এই মহান বৈজ্ঞানিক ৭০৪ খৃস্টাব্দে ইন্তেকাল করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url