সব কিছুতে আল্লাহর উপর ভরসা করুন

 আল্লাহর উপর ভরসা করা ঈমানের অংশ

আল্লাহর উপর তাওয়াক্কুল করা, তার উপর ভরসা রাখা, তার ওয়াদাসমূহের উপর বিশ্বাস রাখা, তার প্রতি সু-ধারণা পোষণ করা, তার ফায়সালা মেনে নেওয়া এবং এই ইয়াকীন করা যে, তিনি সব কিছু সহজ করে দিবেন- সবই ঈমানের গুরুত্বপূর্ণ অংশ মুমিনের স্বতন্ত্র বৈশিষ্ট্য।

বান্দা যেভাবে আল্লাহর সাহায্যের হকদার হয়

বান্দা যখন শুভ পরিণতির ব্যাপারে দৃঢ় আশাবাদী হয়ে যায় এবং নিজের সমস্ত কাজে স্বীয় প্রভুর উপর ভরসা করে, তখন সে আল্লাহর সাহায্য, সহযোগিতা তত্ত্বাবধানের হকদার হয়ে যায়।

হযরত ইবরাহীম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, “আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি উত্তম কর্মবিধায়ক। অতএব, আল্লাহ তাআলা আগুনকে তার জন্য ফুল বাগান বানিয়ে দিয়েছিলেন।

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে যখন কাফেরদের সৈন্যবাহিনী সম্পর্কে ভয় দেখানো হয়েছিল, তখন তারা বলেছিলেন-

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।' [সূরা আলে ইমরান : ১৭৩]

এতে ফলাফল কী হয়েছিল? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,

فَانقَلَبُوا بِنِعْمَةٍ مِّنَ اللَّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوٓءٌ وَاتَّبَعُوا رِضْوٰنَ اللَّهِ ۗ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ

অতঃপর তারা আল্লাহর নিয়ামত অনুগ্রহসহ ফিরে এল। কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি এবং আল্লাহ যাতে সন্তুষ্ট রাজি, তারা তারই অনুসরণ করেছিল। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।'

[সূরা আলে ইমরান : ১৭৪]

সব বিপদে আল্লাহর প্রতি ভরসা রাখুন

মানুষ একা দুর্যোগ-দুর্বিপাকের সঙ্গে লড়াই করতে পারে না; একাকী বালা-মসিবতের সামনে দাঁড়াতে পারে না। কারণ, তাকে সৃষ্টিই করা হয়েছে দুর্বল অসহায় করে। হাঁ যদি সে তার রবের উপর তাওয়াক্কুল করে, নিজের বিষয়-আশয় তার হাতে সোপর্দ করে দেয়, তা হলে সবকিছুই করতে পারে।

وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوٓا إِن كُنتُم مُّؤْمِنِينَ

আর তোমরা আল্লাহর উপরই ভরসা কর; যদি তোমরা মুমিন হও।' [সূরা মায়িদা : ২৩]

যারা নিজের মঙ্গল চায়, তাদের উচিত আল্লাহর উপর ভরসা করা; যিনি মহা। ক্ষমতাধর অমুখাপেক্ষী; যিনি পরাক্রান্ত প্রতাপশালী। তিনিই তাদেরকে সংকট থেকে রেহাই দিতে পারেন। বিপদ থেকে রক্ষা করতে পারেন। অতএব, حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ [আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। (সূরা আলে ইমরান : ১৭৩)] কে রক্ষাকবচ হিসেবে গ্রহণ করুন। যদি আপনার সম্পদ কমে যায়, ঋণ বেড়ে যায়, আমদানি হ্রাস পায়, তা হলে বলুন-

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

যখন আপনি শত্রুর ভয় করবেন, কোনো জালিমের ভয়ে ভীত হবেন, কোনো আকস্মিক ঘটনায় ঘাবড়ে যাবেন, তখন বলুন, حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ আরও বলুন وَكَفٰى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا [তোমার জন্য তোমার প্রতিপালকই পথপ্রদর্শক সাহায্যকারী হিসেবে যথেষ্ট। (সূরা আলে ইমরান : ১৭৩) ]

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url